অঞ্জলি দাও কোন্ দেবতায় কোথায় ঢালো পানি!
ভাবছো বুঝি যাবে মুছে সেই অতীতের গ্লানি!
এত্তো সোজা ভুলে যাওয়া
পথ হারিয়ে খুঁজে পাওয়া
ফুসছে পাতাল অগ্নিগিরি
বইছে বাতাস বাঙলা চিরি
ঘুম থেকে সব বঙ্গ সেনা উঠলো দেখো জেগে
শান্ত সাগর উঠছে ফুসে ঘূর্ণি হয়ে রেগে
ওই দেখোনা হয়নি ধোয়া রক্ত রাঙা পাণি
অঞ্জলি দাও কোন্ দেবতায় কোথায় ঢালো পানি!
জ্বলছে হৃদে অগ্নি,
ভাই হারানোর বেদন বুকে রাজপথে আজ ভগ্নী।
পিতার স্নেহ পায়নি যে জন
হারিয়েছে সকল স্বজন
কেমন তরো কষ্ট বুকে
পুষে আছে খুব কী সুখে!
থাকতে সময় দীক্ষা নিয়ে এখনতো হও জ্ঞানী
অঞ্জলি দাও কোন্ দেবতায় কোথায় ঢালো পানি!
জ্বালবে আরো আগুন?
জ্বলছে কি গা, দেখে তোদের বঙ্গ জুড়ে ফাগুন?
জ্বালবে আগুন জ্বালো
ঢালবে এসিড ঢালো
করবে এদেশ ছাই
সে সুযোগ আর নাই
কুৎসিত শির করতে দু’ভাগ আজকে অসি শানি
অঞ্জলি দাও কোন্ দেবতায় কোথায় ঢালো পানি!
সাগর আকাশ পাহাড় কাঁদে পিতার শোকে জানি,
অঞ্জলি দাও কোন্ দেবতায় কোথায় ঢালো পানি!