এখন আমি খেলার পুতুল
ইচ্ছে যেমন খেলছো,
মন চাইলে নিচ্ছো কাছে
আবার দূরে ঠেলছো!

যেদিন আমি লুকিয়ে যাব
ঐ তারাদের দেশে,
খুঁজবে তুমি খুঁজবে সবাই
কত্তো ভালবেসে।

হাজার তারার সাথে মিশে
খেলবো আলোর খেলা,
আমায় ভেবে কাটবে তোমার
সকাল সাঁজের বেলা।

আকাশ পানে তারার মাঝে
আমায় যখন খুঁজবে,
কপোল বেয়ে অশ্রু কণা
ঘনো ঘনো মুছবে।

বুঝবে তুমি বুঝবে,
আমায় তখন খুঁজবে,
অহং তোমার ঘুচবে।।



১৫ মার্চ, ২০১৬ ইংরেজী।