যা গ্যাছে তা পেছনে থাক; নতুন আসুক ভালো
আঁধার গুলো যাক ঘুছে যাক; নতুন আনুক আলো।
প্রত্যয় হোক সবার তরে
আলো আসুক ঘরে ঘরে
সবার জীবন ভরে উঠুক নুতন উদ্দীপনায়
অতীত ভেবে কষ্ট না পাই
বিভেদ ভুলে এক হয়ে যাই
দেশ ও দশের জীবন রাঙাই নুতন আলপনায়।
নববর্ষে হোকনা শপথ এটা সবার জন্য,
মানুষ মোরা মানুষ হবো; হবো নাকো বন্য।
১৪ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ
১ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ
ঢাচিশাভি।