মেঘাচ্ছন্ন অম্বরে আজ অঙ্গে নীলাম্বরী
অশ্রধারায় জলোসিক্ত ভৃগুর চরণ স্মরি
কম্পিত হৃদ খুঁজে ফিরে আজ ডুমুরের ফুল
ভাঙবে কী গো হৃদে পোষা লাবণ্যতার ভুল?
নির্জনে আজ একলা বসা
স্মৃতির ডালায় হিসেব কষা
অঞ্জলি দাও কোন দেবতায় কারে করো তুষ্টি!
ধন দেবতায় নিত্য পুজোয় দু'হাত করো মুষ্টি!
রঙিন কোঠা দালান বাড়ী গড়তে ছুটো নিত্য
পরশ-পাথর হাতের মুঠোয় আনন্দে কী চিত্ত!
ছুটছো অজোর পিছু
আসছে কী ধন কিছু?
কুন্ঠতা আজ হিঁচড়ে ফিরে হৃদয় রাজ্য তোমার
অনিচ্ছাতে হচ্ছো শিকার মানব কথন বোমার
এমন করে আর কতো কাল আপন থেকে দূরে?
মেঘলা আকাশ কেটে আসো নীলাম্বরী জুড়ে।।
৯ জুন ২০১৭ খ্রিস্টাব্দ।