বঙ্গমাতার আঁচল ধরে
এদেশটাকে স্বাধীন করে
স্বাধীনতার স্বাদ কি পেলো বলো,
আজকে কেনো রাস্তা ঘাটে
কুঁড়ে ঘরে কিংবা ফ্লাটে
রক্ত ঝরে, আঁখি ছলো ছলো।
বুকটা মায়ের পাষাণ চিতা
ভুলে গ্যাছে সহমিতা
জঠর চিরে দিচ্ছে বলী কেনো?
সোহাগ মাখা স্মৃতি ভুলে
সঙ্গীনিকে তুলছে শূলে
এদেশটা আজ হত্যা পুরী যেনো।
নারী হয়ে জন্ম বিপদ
চলার পথে নয় নিরাপদ
তনু, সানুর রক্তে এদেশ লাল,
মজিব তোমার সোনার দেশে
কে এসেছে অসুর বেশে
কে বিছালো এমন কালো জাল?
ভাসানীর সে 'খামোশ' ডাকে
জিয়ার দেয়া ঘোষনাকে
তুচ্ছ করে এমন সাহস কার?
ষোল কোটি প্রাণ বাঁচাতে
বঙ্গ নামের এই খাঁচাতে
যুদ্ধে যাবো রুখে সাধ্য কার ।।
২৫ এপ্রিল, ২০১৬ ইংরেজী।