তোমার কাছে কই বিধাতা
মায়ের মনের সকল ব্যথা
দূর করে দাও তুমি,
তোমার চরণ চুমি।
থাকি নাকো যেই সুদূরে
এ হৃদয়ের রাজ্য জুড়ে
আছো মাগো তুমি,
তোমার চরণ চুমি।
প্রভুর পরে মায়ের আসন
ভুবন জুড়ে এমন আপন
আর কারে পাই আমি?
মায়ের চরণ চুমি।
তুমি যে "মা" হৃদয় মাঝে
আছো সকাল দুপুর সাঁজে
জানে অন্তর্যামী,
তোমার চরণ চুমি।
নিখাদ মায়ের ভালবাসা
তাঁর মাঝেই সুখের বাসা
হৃদয় বিশাল ভূমি,
মায়ের চরণ চুমি।
আছে অনেক সুহৃদ স্বজন
কেউ হবেনা মায়ের মতন
কন্যা পুত্র স্বামী,
মায়ের চরণ চুমি।
এই ভূবনে তুমি ছাড়া
আমি যে মা সর্বহারা
ধু-ধু মরুভূমি,
মায়ের চরণ চুমি।।
১০ মে, ২০১৫ ইংরেজী।