সাজবে সখি দেখবেনা কেউ,
দেখবো নয়ন ভরে,
অমানিশার অাঁধার কেটে
পূর্ণিমা চাঁদ ঘরে।
সেজেছে ঠিক হয়নি দেখা
শতো লোকের ভিড়ে,
স্বপ্ন হৃদে অাঁকা ছিলো
লাবণ্যকে ঘিরে।
সেই সাজেতে দেখবো বলে
হৃদয় ব্যাকুল ছিলো,
আনন্দে সে ভুলেছে সব,
কষ্ট পাহাড় দিলো।
৫ ফেব্রুয়ারি, ২০১৭