ডাগর কালো চোখে খুঁজি সমুদ্রের গভীরতা
ঢেউয়ের পরে ঢেউ খেলে যায়
শুভ্র সকালে কোকিলের কুহুতান আর হরেক পাখির কাকলি
বুঝবে সে কে এই চোখের ভাষা!
রাগ অনুরাগ বিদ্বেষ কখনো অমোঘ ভালোবাসা
কুলের বুকে আছড়ে পড়া জল রাশির আকুতি
বুঝতে পারো কি অক্ষি যুগলের নীরব আবেগ ভরা ক্লিষ্ট কথন?

ঠোঁটের কোনে লেগে আছে মাধুর্যতার হাসি
কালো তিল গোলাপ পাপড়ি রাঙা লিপিষ্টিকের রঙের আড়ালে
নিষ্প্রভ জ্যোৎস্না শোভিত রাত।
আঁচলেরে আঁচলে ঢাকে লজ্জা মূকী চাঁদ।

ওষ্ঠ দয়ের আদলে গোলাপ কোরক ভরা অরণ্য লাজুকতায় নোক্রিত
প্রস্ফুটিত হতে চায়না আজ, এ যেনো অধর যুগলে বিনম্র শ্রদ্ধার্ঘ
টোল পড়া কপোলের কাছে নতজানু রূপালি চন্দ্র
নক্ষত্ররা দূরে বহু দূরে সরে যায় অমোঘ শ্রদ্ধায়
এ যেনো স্রষ্টার মহা সৃষ্টি, কবির কবিতা আর কাব্যের উপমা।

আঁচলের আঁচলে লুকায় মেঘহীন নীলাকাশ
খুঁজে পায় বক্ষস্থলে প্রাশান্ত শান্তির এক চিলতে ঠাঁই
হৃদ্যিক ভালোবাসার চাদরে আচ্ছন্ন হয় বাতাস সবুজ শ্যামল অরণ্য
অনেক আগেই বসত গড়েছে আকাশ, সমুদ্র, সূর্য, চাঁদ আর নক্ষত্রের দল
ভৃগুর মতো আঁচলের হৃদমাঝারে ঠাঁইহনি কবি, কবিতা সেখানে শুধুই উপমা।


রচনাকালঃ
২০ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দ।
ঢাচিশাভি।