শনি যে ভাই গ্যাছে কেটে তুঙ্গে বৃহস্পতি
মঙ্গলতো আসছে ধেয়ে নিয়ে আপন গতি
সব অশনি কাটবে এবার ; নতুন রঙে রাঙবে
ক্লেশে গড়া বাঁধার প্রাচির আপনাতেই ভাঙবে।
অমানিশার কাটবে আঁধার ; জ্যোৎস্না দেবে আলো
মুছে যাবে হৃদ মাঝারে পুষে থাকা কালো
পূর্ণিমা চাঁদ উঁকি দিবে ; নিয়ে আলোর বন্যা
পেখম খুলে নাচবে এবার রূপলি চাঁদ কন্যা।
অশান্ত এ মন সাগরে সুখের ডিঙ্গি ভাসবে
ক্লিষ্ট যতো যাবে মুছে হর্ষ এবার আসবে
তখন নাহয় থাকবে পাশে সুহৃদ-স্বজন শতো
হয়তো তাদের উন্নত শির লজ্জায় হবে নতো!
রঙ মহলায় রঙের মেলায় ভাবছো বুঝি ভুলবো!
দিচ্ছি কথা চাঁদের মুকুট তোমার শিরে তুলবো
ক্লিষ্ট দিনের সঙ্গি তুমি ভুলি ক্যামন করে!
পরের ডানায় উড়াল দেবো আপন দু'হাত ধরে।
থাকুক পড়ে সুহৃদ-স্বজন
রেখেছিলো খবর ক'জন!
অযথাই কেনো বলো ; তাদের কথা ভাববো
বগল দাবায় যে হাত ছিলো সে হাতে হাত রাখবো।
চাটু কারি যতোই করুক
পুষ্প ঢালি যতোই ধরুক
বুঝতে হবে তারাই আসল আস্তিনেরই সাপ,
এখন নায়হ আছে ঘেশে
মারবে ছোবল স্বার্থ শেষে
সুযোগ পেলেই মটকাতে ঘাড় কাঁধে দিবেই ঝাপ।
১৫ মে ২০২২ খ্রিস্টাব্দ
ঢাচিশাভি।