অনেক দিনতো বাইরে ছিলাম মাঠ ছিল না বলে
এবার মাঠের দখল নিবোই এহেন কৌশলে
দর্শক সব প্রস্তুত হও টিকেট কিনতে হবে
হাততালিটা জোরে দিও ছক্কা মারবো যবে।
কিনতে টিকিট আসবে ধেয়ে
দর্শক হয়ে দেখবে চেয়ে
ব্যাটটা শুধু হাতে পেলেই একের পর এক ছক্কা,
শুরু হলে থামবো না
আউট দিলে মানবো না
ম্যাচের পরে ম্যাচ খেলবো; সাক্ষী শীতলক্ষ্যা।
বাসায় বসে থাকলে থাকো কিন্তু টিকেট কিনতে হবে
যা বলি তা মানলে তবে দিচ্ছি কথা সুস্থ রবে
কীড়ক খেলে চেয়ে থাকো; জানো কি হে কষ্ট কতো!
আগে থেকেই রাখছি বলে কিনবে টিকেট কথা মতো।
এক কীড়কের দামটা জানো? শুনলে মাথায় দেবে হাত!
অনেক বছর হয়নি খেলা; তাই জুটেছে পান্তা ভাত
খেলা শুধু শুরু হলেই মাংস ভাতে ভরবে থালা
মিটবে তবে সেই পুরনো কীড়ক মনের খিদের জ্বালা।।
২৪ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ
হাটোবেভি।