আয়'না সখি দু'জন মিলে অস্তগামী এই বিকেলে
পুরান কথায় পুরান ঢঙে আগের মতো হেসে খেলে
ডম্বুরের'ই তালে তালে গাইবি যে গান মনটা খুলে
অশ্রু না হয় বাষ্প হবে চড়বো না হয় পাষাণ শুলে।
স্বর্গে গিয়ে ইন্দ্র হবো সপ্তে ঢাকা বদন যে তোর
অস্ত সেথা যাবে নাকো সারাটাক্ষণ থাকবে যে ভোর
জগজ্জনে থাকবে চেয়ে সুপ্ত বেদন ধারণ বুকে
কাহার সাধ্য আছে ঠেকায় সাহস কাহার বোরাক রুখে??
সামনে আসা ঐ অম্বুদে স্বর্গ পথি আমরা দু'জন
ছিচবে না হয় আছে যতো দুর্ভাগা সব বন্ধু স্বজন
কাঁদবেনা কেউ জাতের ভয়ে থাক ওরা থাক ধর্ম লয়ে
কেউ শ্মশানে কেউবা গোরে চার বেহালার পালকি বয়ে।।