নামলো জলে জল কন্যা খেলতে জলের সাথে
হাতের মুঠোয় জল নিয়ে সে আনন্দতে মাতে
কপোল টোলে অপরূপা; মেনেছে জল হার,
সাগর জলও ভালোবেসে অঙ্গে জড়ায় তার।

সাগর যেনো অক্ষি যুগল
বয় যে তাতে নিত্য সুজল
বইতে পারে প্রেমের হাওয়া; দেখে আনন উজল।

ঠোঁটের কোনে মিষ্টি হাসি
জলে ভেজা তন্তু রাশি
বলছে সাগর এবার পেলাম; সত্যি অনেক ভালোবাসি।

খাড়া নাসা লাগছে যে বেশ
হৃদ মাঝারে নেইতো ক্লেশ
জল হলে যে সার্থকতায় থাকতো কিছু রেশ।

অরাল চোখের চাহনীতে নিত্য যে মন কাড়ে
ত্রিনয়নে তাকে দেখার সাধ যে শুধু বাড়ে
চাহনীতে কী যে জাদু! শুধুই কাছে টানে!
জ্যোতিতেই প্রেমের জ্যোতি সাগর যে তা জানে।




৩ ডিসেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ
ঢামিহাভি।