বুকের বাঁয়ের সেই ব্যথাটা খুব বেড়েছে,
নিদ্রা শান্তি সস্তিসহ সব কেড়েছে
ক্ষণে ক্ষণে হচ্ছে মনে এইতো যাবো
ভাঙবেনা ঘুম হয়তো তখন শান্তি পাবো।

কিন্তু আজো কাজ যে আছে বহু বাকি
তাইতো বাঁচার স্বাদটা আজো অঙ্গে মাখি
আর ক'টাদিন দাওনা সময় হায় দয়াময়
ঋণের বোঝা বয়ে যেতে লাগছে মনে ভয়।

শঙ্কাতে আজ সুহৃদ-স্বজন অনেক আছে
কেউবা পাবে ; আবার পাবো কারো কাছে
থাক পড়ে থাক পাওনা আমার নাইবা নিলাম
দুখের দিনে হয়তো তাদের সাথি ছিলাম।

কিন্তু আমি যাঁদের কাছে আছি ঋণি
পরিশোধে চাই যে হতে চোখে মনি
তার লাগি যে আর ক'টাদিন সময় চাই
দয়া করো স্রষ্টা মহান সেটা যেনো পাই।

হাসি মুখে তখন নাহয় পালকি চড়ে
যাবো আমি অক্ষি যুগল বন্ধ করে
ভিজবে কপোল যারা সুহৃদ-স্বজন ছিল
সেটাই হবে শেষ উপহার ; সবাই দিলো।

পূরণ করতে পারি যদি চলার পথের পণটা
তখন বাজাও ইচ্ছে মতো জীবন ছুটির ঘন্টা
তৃপ্ততাতে ভরবে তখন অতৃপ্ত এ মনটা
কতো মধুর হবে জানো শেষ যাত্রার ক্ষণটা।



১০ জুন ২০২২ খ্রিস্টাব্দ
ঢাচিশাভি।