একটি ছেলে জার্সি পড়ে হুংকার ছোড়ে রাজপথে
কোটি মনে সাহস যোগায় সবাই নামে এক মতে
হাজার দুয়েক শহীদ হয় আর অর্ধ লক্ষ্য আহত
ফ্যাসিস্ট যতো জাল বুনেছে সব করেছে ব্যহত।
ছত্রিশ জুলাই স্বাধীন হলো; স্বৈরাচারী পালালো
নতুন স্বদেশ করার তরে আশার প্রদীপ জ্বালালো
ভাঙলো তালা আয়না ঘরের বন্দীরা সব মুক্ত হয়
জীবন দিতে প্রস্তুত তবু মাথা নোয়াবার নয়।
ক্যান্টনমেন্টে চলছে নাকি পুনর্বাসন কার্য
মাথাপিছু পাঁচ হাজার কোটি টাকা ধার্য
দাদাবাবুর প্রেসক্রিপশনে দিচ্ছে ওষুধ যারা
সেই ছেলেটি মুনাফিক নয়; ক্ষেপবে এবার তারা।
পুনর্বাসন কার্যে আজকে সাথে আছে যারা
বীর বাঙালি রাখো চিনে এই মুনাফিক কারা!
ভোটের বাজার হলে গরম চাইবে তারাই ভোট
আম জনতার কপাল জুড়ে আসবে ফিরে চোট।
তাদের দেবে ভোট!
গড়ছে যারা জোট!
ফ্যাসিস্ট পুনর্বাসন করতে যারা পাগল পারা!
সাত মাসে সব ভুলে!
উঠবে আবার শূলে!
পরিবর্তন হবে না দেশ থাকলে অতীত ধারা!
যে ছেলেটি টাকার কাছে নোয়ায়নি তার শির
যে ছেলেটি আগস্ট-জুলাই সব কাতারে বীর
মুনাফিকরা চেয়ে পায়নি যে ছেলেটির সাথ
সেই ছেলেটি আর কেউ নয় ক্যাপ্টেন হাসনাত।
২২ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ
হাটোবেভী।