জানতে হলে পড়তে হবে বাদ যাবেনা কিছু,
পাঠের সূচি যা আছে তার ছাড়বে না যে পিছু।

বাঙলা মোদের মাতৃ ভাষা বেশতো লাগে পড়তে,
বায়ান্নতে প্রাণ দিয়েছে এ ভাষাকে গড়তে।

ইংরেজীটা না জানলেতো কেমন হবে বলো!  
বিশ্বটাকে জানতে হলে ইংরেজীতেই চলো।

গণিতটাতো শিখতে হবে, হিসেব কষতে হলে,
হিসেব ছাড়া চলার পথে জীবন কী আর চলে!

বিজ্ঞানটাতো জ্ঞানের আলো না জানলে কী চলবে?
প্রযুক্তির এ যুগের সাথে কেমন করে লড়বে?

ধর্ম শিক্ষা মূল্যবান যে নিজের ধর্ম জানতে,
চলার পথে নানান মতে ধর্মটাকে মানতে।

সমাজ, কৃষি, ভূগোল ছাড়া আছে আরো যতো,
পাঠ্য বইয়ের বাইরে থেকেও শিক্ষা আছে শতো।

চিত্রাঙ্কনটা করবে যখন থাকবে তখন চুপ,
সে ছবিটার শোভা হবে বাঙলা মায়ের রূপ।।

১৬ জুন, ২০১৫ ইংরেজী।