আমি এবং দুঃখ
কী নিদারুণ সখ্য!
সঙ্গ ছেড়ে যায়না যে সে বানিয়ে রাখে ভৃত্য!
তাই দেখে সুখ মুচকি হাসে নন্দে করে নৃত্য।
সুখ পাখিটা মান করেছে তাই ঘেসেনা কাছে
ব্যাঙ্গ করে যায় যে বলে দুঃখ তোমার আছে।

মেঘ এবং আমি
জানে অন্তর্যামী
মেঘে মেঘে মিশে গিয়ে মেঘের সাথে খেলি
দুঃখটা খুব বেশি হলে বর্ষা ডানা মেলি
সুখটা নাহয় সবার জন্য বরাদ্দতে থাকনা
আমার কাছে আছে আরে দুঃখ নামের পাখনা।

আমি এবং আকাশ
সবার নাভিশ্বাস
চাঁদের সাথে তারার সাথে না হোক সখ্যতা
সূর্যটা খুব আপন হলো বুঝলো দক্ষতা
আকাশের খুব কষ্ট হলে বৃষ্টি হয়ে ঝরে
আমি, আকাশ কাছাকাছি আছি পরস্পরে।

ক্যামন করে বলি!
হৃদাকাশটা খালি।
হৃদয় মাঝে দুখের সাথে নিত্য আলাপনে
ভুলেই গেছি সুখ বলে কেউ আছে সঙ্গোপনে।
দুখের সাথে এখন আমার নিখাদ ভালোবাসা
আলোর সাথে মুখ লুকিয়ে আঁধারে পাই আশা।

আমি এবং আমি
নোনতা জলে ঘামি
নেই পাশে কেউ কি হয়েছে ভাবনাতো নেই মোটে
সূর্য তাপে, মেঘের ছায়ায় নুন আর মিষ্টি জোটে।
বলুক সবে বাউন্ডেলে বলুক ছন্নছাড়া
বুঝে গ্যাছি যেতে হবে, এখন যে খুব তাড়া।।



রচনাকালঃ
১ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দ।