ভয় ভয় হৃদে চিৎকার
জ্ঞানহীন ভিতু ক্ষয় কার!
এই দেশ আমাদের দেশ
উল্কার গতি জয়কার।

সব ভেদ ভুলে আয় সব
তোল তোল গতি উল্কার
এই দেশ জনতার দেশ
জাগ জাগ ভুলে ভুল'কার।

ভুল নয় শহিদের দান
বাঙলার মাটি আজ তোর,
জাগ ভাই কিশোরের দল
চল আনতে নতুন ভোর।

নই আজ পরাধীন জাত,
বাঙলার বাঙালীর জয়,
নেই শেখ মুজিবর আজ
এই শোক পোষা হৃদময়।।

২৯ আগষ্ট ২০১৮ খ্রিষ্টাব্দ।
(সংস্কৃত ছন্দের #তণুমধ্যা ছন্দে লেখা।
চালঃ ধিন ধিন তা তা ধিন ধিন।)