শুন্য কাঠের বেঞ্চ,
একলা বসে চেয়ারে অশ্রু সজল চোখে
আমার অস্তিত্ব খুঁজে ফিরো.......তাইনা?
তোমার বাড়ীর আঙ্গিনা, আসবাব সব সব জায়গায়
আমার স্মৃতি জড়িয়ে আছে,
ছুঁয়ে দেখো আমার পরশ পাবে।
আকাশে আছে চাঁদ
জ্যোৎস্না রাত ঝিঁঝিঁদের শব্দ
আলোকিতো চারদিক
শুধু তুমি একা.........।
অপেক্ষার প্রহর হবে শেষ
কপোল ছুঁবে গোলাপের পাঁপড়ি
আবার আসবো তোমার চেনা আঙ্গিনায়
এক সাথে দেখবো জ্যোৎস্না মাখা রাত
ঘুচবে তোমার একাকিত্ব
তোমার ঠোঁটের কোনে থাকবে এক চিলতে হাসি,
সত্যি, সত্যি আজো ভালবাসি।
১৯ সেপ্টেম্বর, ২০১৬ ইংরেজী।