প্রতিদান চাও কারকাছে মন
অনল জ্বালবে মন সারাক্ষণ
হোকনা সেজন সুহৃদ-স্বজন,
যে যতো চায় তাকে তাই দাও
নিখাদ ঘৃণায় হৃদয় জুড়াও
ফুল বাদে আজ কন্ট কুড়াও।

কাঁটায় ভরা কানন তোমার
স্বপ্ন যতো ; সব ছারখার।

প্রান্ত বেলায় আর কেনো চাও
আপন ঘরে যাও ফিরে যাও।

সেথায় ও মন একলা রবে পঙ্কিল দেহ সাথে
বুঝবে তখন ছিলে ভ্রমে ; জুড়াবে মন তাতে।
বুঝবে তারা বুঝবে ও মন যখন রইবে না
বটবৃক্ষ থেকে যখন বাতাস বইবে না।

ছাড়বে তখন মায়ার বাঁধন, কায়া নিথর হবে
তখন এত্তো সুহৃদ-স্বজন সাথে কী কেউ রবে!
দু'হাত তুলে মাঙবে দোয়া সর্গে যাওয়ার জন্য
থাকবে না কেউ হয়তো এমন ; মনটা করতে ধন্য।

তবে কেনো মিছে মোহে তাদের তরে ভাবো!
মনকে বোঝাও এসছি একা, একাই চলে যাবো।

১৯ মে ২০২২ খ্রিস্টাব্দ
ঢাচিশাভি।