দোলন সোনা ডাকে মামা
দোলা মনি মা'যে
তাদের কথা পড়লে মনে
মন বসেনা কাজে।
ছোট্ট যখন দোলন সোনা
হামাগুড়ি দিতো,
ভাঙা ভাষায় মামা ডেকে
মনটা কেড়ে নিতো।
এখন সোনা বড় হয়ে
কলেজে যায় পড়তে,
ইস্কুলেতে পড়ায় সোনা
খাঁটি মানুষ গড়তে।
দোলা মনি চপলিনি
বড্ড মায়াবীনি,
অল্প কথায় অশ্রু ঝরে
হয় যে অভিমানী।
মা'য়ের জন্য ভালোবাসা
হৃদয়ে তার ভরা,
ভালবাসা যেমন আছে
শাসন তেমন কড়া।
মিষ্টি দোলা মা'মনি যে
অনেক বড় হবে,
সবার জন্য শ্রদ্ধা, স্নেহ
হৃদয় ভরা রবে।
আশিস করি দোলন সোনা
দোলা মনি মা'কে,
স্রষ্টা যেনো সকল সময়
তাদের সুখে রাখে।।
১১ ফেব্রুয়ারি, ২০১৭খ্রিষ্টাব্দ।