ভাবছো বুঝি শেষ হয়েছে শুভঙ্করের ফাঁকি
লন্ঠণ হাতে সজাগ থাকো কাজতো অনেক বাকি
ওই শকুনের দল যে আজো আছে ঘাপটি মেরে
সুজোগ পেলেই বৈঠা হাতে আসতে পারে তেড়ে।
খেলবে তারা রক্ত হোলি
আমজনতার দেবে বলি
স্বাধীনতার স্বাদ যে তখন ফিকে মনে হবে,
স্বাধীনতার স্বাদ বাঁচাতে
পুড়তে হবে সব খাঁচাতে
[নইলে দেখো]
চড়ুই হয়ে বাসা বেঁধে ঘরের কোনে রবে।
গিরগিটি রঙ বদল করে তোমার আমার মাঝে
দিব্বি তারা ঘুরবে দেখো; বাধা সকল কাজে।
এমন যদি হয়;
দেশটা হবে রক্তে রাঙা; স্বাধীনতার ক্ষয়।
৫ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
ঢামিহাভি।