চঞ্চলা হরিণী
বারণতো করিনি
ভালোবাসা যাবে নাকো এমনতো বলিনি!

তবু কেনো আড় চোখে
চুলে লাল রঙ মেখে
খুঁজে ফেরো আমায় কী আকাশটা দেখে দেখে।

চিবুকের নিচে ভাজ
অপরূপ গড়া সাজ
এই রূপ দেখে ওই চাঁদটাও পাবে লাজ।

চোখ কাড়া ওই নাসা
রূপ যতো সব ঠাসা
মন দ্বার দাও খুলে সেখানটায় বাঁধি বাসা।

কপোলটা তুল তুলে
তাই দেখে সব ভুলে
অধর আলিঙ্গনে; দেবেনাতো তুলে শূলে?

গোলাপ পাপড়ি ঠোঁট
বেঁধে ফেলে যদি জোট
দূরে ঠেলে দিওনাগো, হৃদয়ে যে পাবো চোট।

ভালোবাসা যদি হয়
বাঘিনীর মতো নয়;
এমন ভাবে এসো যাতে অম্লান হয়ে রয়।।


১৬ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ
ঢামিহাম।