আজ কে তুমি আসলে সখি তখন আমি ঘুমে,
হাতটি আমার কাছে নিয়ে ভরিয়ে দিলে চুমে।
হটাৎ তোমার ছোঁয়া পেয়ে আপ্লুত হয় মন,
প্রভাতে তো আমি ছিলাম তোমার আপন জন।
এমন বহু স্মৃতির পাহাড় হৃদয় মাঝে জমা,
আমায় ছেড়ে এখন তুমি পরের প্রিয়তমা।
স্মৃতি গুলো ভাসলো আবার মম হৃদয় পটে,
ভূলে গেছো? হেঁটেছিলাম কর্ণফুলীর বাঁটে।
কর্ণফুলীর জলে দু'জন নাইয়ে ছিলাম কত,
সেই তুমিই ভাঙলে হৃদয়, আঘাত দিলে শত।
তোমার দেয়া অনেক চিঠিই যতন করে রাখা,
মনে কি পড়ে তোমার কভু প্রথম দিনের দেখা?
হয়তো তুমি গ্যাছো ভুলে আজকে নতুন সংসারে,
আসতে তুমি চুপিসারে ঘরের পিছের বাঁশঝারে।
অনেক কথাই কইতে তুমি, স্বপ্ন অনেক দেখাতে,
থাকতে সদা চাতক হয়ে মিলন সানাই বাজাতে।
রোজ প্রভাতে না দেখলে যে সইতোনা মন কিছু,
স্কুলে তে যাবার সময় নিতে আমার পিছু ।
এই নিয়ে তো সখিরা তোমায় করতো জালাতন,
বলতে তাদের, সঁপে দিয়েছি আমার তনুমন।
পড়তে বসে লিখতে চিঠি, মনের যত কথা,
স্যারের কাছে পড়লো ধরা, হাতে পেলে ব্যথা।
এই নিয়ে তো তুল কালাম ঘটেছিল গাঁয়,
গাঁয়ে থাকা তখন আমার হয়েছিলো দায়।
হটাৎ করে আসলে সে দিন জড়িয়ে ধরে বললে,
আমায় ক্ষমা করো সখা, ভূল কিছু গো করলে।
এর পরে’ই তোমার বিয়ে, ছেলে বিদেশ থাকে,
অভিশাপ নয়, অশিষ ছিল, যেন সুখে রাখে।
হয়তো এখন জীবন তোমার আঁচল ভরা সুখ,
তোমায় ভেবে মনে কভু পাইনি কোন দুখ।
অনেক বছর বাদে আবার স্বপ্নে কেনই এলে ,
মাঙ্গলে সোহাগ, দিলে চুমু, দু'চোখ ভরা জলে।
তবে তুমি হওনি সুখি? হৃদে পাহাড় কষ্ট?
সুখের মোহে দূরে সরে করলে জীবন নষ্ট???
০৫/১১/২০১৪ ইংরেজী।