করলি কীরে সূচিরে তুই
নোবেল কালি লাগালি,
ঘুমন্ত এ বিশ্বটাকে
রক্ত লিলায় জাগালি।
বন্দি ছিলি ভালোই ছিলি
মুক্তি কেনো পেলিরে!
রক্ত চোষা তুই নাগিনী
কেন্ ক্ষমতায় গেলিরে!
তোর লাগি দেখ মরছে শিশু
আবাল, বৃদ্ধ, বনিতা,
বদ্ধ ঘরে সব কী ছিলো
তোর সাজানো ভণিতা!!
রাখ জেনে তোর মরণ হবে
বিষ মাখানো বর্শাতে,
তোর পাপেতে কাঁপছে ধরা,
পাপ ধুবেনা বর্ষাতে।।
১১ সেপ্টম্বর ২০১৭ খ্রিস্টাব্দ।