মনের মাঝে হিংস্র পশু রেখে
গরু ছাগল দুম্বা কিনো দেখে
কোরবানিটা লক্ষ টাকায় দাও
কলজে মাংস ভালো দেখে ঘরে তুলে নাও।

অট্টালিকা গড়ছো কালো টাকায়
কমতি যে নেই আজকে ভালো থাকায়
পরের ঘামের মূল্য কি ঠিক দিলে?
ভেবে দেখো বর্তমান, আর আগে কেমন ছিলে!

কোরবানিতে ত্যাগটা যে খুব দেখাও
আসল ভুলে নতুন ভাগটা শেখাও
মাংস রাখতে নতুন ফ্রিজ কেনো!
মুখে বলো স্রষ্টা মহান তাঁর নিয়মই মেনো।

ডোবার ধারের বস্তিতে ওই দেখো
দানের খাতায় তাদের নামটা লেখো
মাংস খেতে তোমার দ্বারে হাত পাতে
মাংস কোথায়! ফ্রিজে সব, হাড় তুলে দাও সেই হাতে।

যেথায় পাঠাও টিফিন বক্সটা ভরে
তারাও থাকে তেতালারই পরে
তারও আছে কালো গুপ্ত ধন
কালোয় কালোয় মিশেছে তাই হলো আপন জন।

এমন তরো লোক দেখানো ত্যাগে
আসল ত্যাগটা মন থেকে যায় ভেগে
আসবে সমন, পরপারে ডাকবে
একলা যাবে কবর দেশে সবই পরে থাকবে।

আসল ত্যাগে ত্যাগি হয়ে দেখো
মহা নবীর শিক্ষা থেকে শেখো
দেখবে তখন শান্তি অনেক মনে
কবর দেশও ভরবে তখন আসল জমা ধনে।


০৯ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ
ঢাচিশাভি।