খয়রি পেড়ে সাদা শাড়ী বেলীর মালা খোঁপায়
গাছ থেকে ফুল ছিড়বে বলে ওই জেনানা যায়।

দেখতে সেতো মন্দনা
প্রভুর কাছে বন্দনা
এমন তরো হাসি-খুশি তুমি তাকে রেখো,
দূরে আছে থাকুক না
হৃদ মাঝারে রাখুক না
খোঁপায় বেলীর সুবাস সুধু অঙ্গে আমার মেখো।

অচিন দেশে আছে সেতো আসবে কবে কে জানে!
ভালোবাসার উড়াল চিঠি পাঠিয়েছি তার পানে।

জ্যোৎস্না ভরা মধ্য রাতে
হয়তো দু'জন থাকবো সাথে
তাকে দেখে লজ্জাতে মুখ ঢাকতে চাইবে চাঁদ,
সুখ তারাটি পড়বে ঝরে
ওই জেনানার খোঁপারপরে
বলবে চাঁদকে একলা থাকো তোমার আছে খাদ।

মধ্যরাতে মাঝ নদীতে বাইবো স্বপ্ন তরী
সঙ্গি হবে মায়াবিনী অপরূপা পরি।

উঠবে জেগে স্বপ্ন কানন
লজ্জাতে যে রাঙবে আনন
সকল ফুলেই ঢালবে সুবাস স্বপ্ন রাণীর অঙ্গে,
ছিড়বো বেলী কানন থেকে
ভালোবাসার পরশ মেখে
মণিবন্ধ দিয়ে আনন ঢাকাবে নানান ঢঙ্গে।

ভালোবাসার অমোঘ মেলায় চলবো দু'জন সঙ্গে
রাঙিয়ে দিবো জীবনটাকে নানান রঙের রঙ্গে
দু'জন মিলে ভাঙবো যতো বাঁধার প্রাচির আছে
ধর্ম-বর্ণ হার মানবে ভালোবাসার কাছে।

কন্ট ভরা পথ পেরিয়ে মিলন সানাই বাজবে
ঠিক সেদিনও এমন তরো শাড়ীতেই সাজবে
খয়রি পেড়ে সাদা শাড়ী বেলীর মালা গুঁজবে
দেখবে না আর দেখবেনা কেউ; পৃথ্বী জুড়ে খুঁজবে।।



৪ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ
ঢামিহাম।