হাতড়ে আঁধার জ্যোৎস্না খুঁজো
অসিম রোদন বক্ষে,
একলা কভু নয়তো তুমি
পৌঁছাবে সেই লক্ষে।
লাক্ষা রাঙা বোনের চরণ
আজ রাঙিলো রক্তে,
সতী হলো বারাঙ্গনা
ধিক্কার তবো তক্তে।
হাসছো তুমি!
কাঁপছে ভূমি।
চাইবে জবাব টুঁটি চেপে,
আর কতো কাল
রাখবে আবাল
এবার তক্তে পড়বো ঝেঁপে।
জাগো যতো আছো তরুণ
চলো অন্যায় গ্রাসে,
আঁধার থেকে আলোর প্রদীপ
আনতে চলো ত্রাসে।
রক্ত ঝরবে? ঝরুক রক্ত
করিনাকো আজ ভয়,
লক্ষে মোদের পৌঁছতে হবে
আলোকে করতে জয়।।
৪ সেপ্টেম্বর, ২০১৫ ইংরেজী।