. তোমার শ্রম ও মেধা
দেশে নিয়োগ কর।
তোমার যোগ্যতায়
একটি জাতি তার মেরুদন্ড
পৃথিবীতে ধার করে।
তখন তোমার বেঁচে থাকা স্বার্থক !
তোমার শ্রম ও মেধা আছে
যদি তুমি প্রকাশ করো না,
তখন তোমার কৃপনতায়
একটি জাতি থমকে যাবে !
যা তোমার অর্জন টুকু
একটি গর্তে পড়ে আছে !
যেটায় তুমিও উপকৃত হও নি
এবং দেশ ও জাতিকে
উপকৃত করনি !