. মানুষ তো ভুলের উর্ধে নয়
মানুষ ভুল করবেই।
যে ভুলকে শুধরে নেয়
সে তো প্রকৃত মানুষ।
এখানে তার পরাজয় নয়
এটাই তার ইনসাফ !
আবার কোনো কোনো মানুষ
যদি তার ভুলে দৃঢ় থাকে,
এবং অহংকার বোধ করে
তখন তুমি বুঝেনিবে,
এখানে তার জীবনের পরাজয়।
যদিও সে মানুষ,কিন্তু তার কাছে
কোনো ইনসাফ নেই !
————///———
মোঃ রোকন আহমেদ।
তাং ২৩/০৮/২০১৮ ইংরেজী।
মাইল এন্ড ( লণ্ডন থেকে )