.          তুমি বাহিরে এলে
            দক্ষিণা হাওয়ায়
            তোমার শরীরে ঘ্রাণ,
            আমায় ধুয়ে দেয় !

            আমি নিরবে নিঃশ্বাস নেই,
            তোমার প্রেমের মোহনায় !

            তুমি এসে ছিলে
            এক অমাবস্যা রাতে,
            তোমার রূপে আলোকিত
            এই রাত !

            ভোমর আসে ফুল বাগানে
            মধু আহরন করে!

            জোনাকিরা লজ্জায় লুকিয়ে যায়
            তোমার রূপের ঝলকে,
            কোন এক বনে !