. আছে হাড়ি ভরা রান্না
খাবে আমার অর্কমা,
ঘর সাংসার কেমন চলে
একটু খবর রাখেনা।
দিন যায়,তার পায়
দিনের চিন্তা করে নাই,
অকর্মা ঘুমে এখনো
বেলা গেলো হাই হাই।
সময় নয় কারো অপেক্ষায়
ঘড়ি কাঁটা দ্রুত যায়,
ঘুম ছাড়েনা অকর্মা
বেলা গেলো বারোটায়।
দেখো,মস্ত বড় শরীর তার
দশ পয়লানে ভয় পায়,
কাজ কর্মে মন বসেনা
বাবার হোটেল ফিরি খায়।
অকর্মা ঘুমে এখনো
বেলা গেলো হাই হাই।
পাড়া পড়শি কেহ চিনেনা
বিছানা থেকে সে উঠেনা
সজাগ মানুষ ঘুমের ভংগ
ডাকলে তারে শুনবেনা।
আছে হাড়ি ভরা রান্না
খাবে আমার অর্কমা,
ঘর সাংসার কেমন চলে
একটু খবর রাখেনা।
-----///-----
মোঃ রোকন আহমেদ।
১৯ জুলাই ২০২১ সাল।