.       হে আল্লাহ ! এই মৌখিক, দৈহিক
        আর্তিক সর্বপ্রকার ইবাদত,
        একমাত্র আপনার জন্য !

        আমার জীবনের এই ক্ষুদ্র ইবাদত টুকু
        আপনার দয়া গুনে গ্রহন করে নাও,
        এবং কঠিন হাশর দিবসে
        আমাকে ক্ষমা করে দাও !

        হে নবী ! আপনার উপর আল্লাহর
        রহমত,শান্তি বরকত বর্ষিত হোক !

        হে নবী ! হাশর দিবসে আপনার সুপারিষ
        আমাদের জন্য মুক্তির পথ প্রদর্শক হোক !

        শান্তি বর্ষিত হোক আমাদের উপরে
        এই পৃথিবীতে জাতি বিদ্বেষ,
        মানুষে মানুষের মধ্যে
        কত অশান্তি বিরাজ করছে !

        আরও শান্তি বর্ষিত হোক আল্লাহর
        সৎকর্মশীল বান্দাদের উপরে !

        ফিরে আসুক মানুষের মধ্যে ভ্রাতৃত্ব
        একে অন্যের কল্যায়নে,
        শান্তি বিরাজ করবে !

        হে আল্লাহ ! সমস্ত সম্মানজনক
        সম্বোধন একমাত্র আপনার,
        শান্তি,কল্যাণ ও পবিত্রার
        মালিক আপনি !

        বৃক্ষ তরুলতা আর যত সৃষ্টিজীব আছে
        ওরা আপনাকে সিজদা করে,
        এবং আপনার প্রশংসায় মগ্ন থাকে !

        এই সম্মানজনক প্রশংসার
        অধিকারী একমাত্র আপনি ।

        আমরা সাক্ষ্য দিচ্ছি,আল্লাহ ব্যতিত
        কোনো মাবুদ নেই !

        যিনি আমাকে জীবন দিয়েছেন
        এবং মৃত্যুর আগ পর্যন্ত,
        আমাকে রিজিক দিবেন !

        আমি আরও সাক্ষ্য দিচ্ছি
       নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাঃ,
        আল্লাহর বান্দা ও তার রাসূল।

        হে আল্লাহ ! আমি গর্বিত বোধ করি
        হজরত মুহাম্মদ সাঃ এর উম্মত হয়ে।

        তিনি মানব জাতির কল্যায়নে
        সুপথ প্রদর্শন কারী,
        তিনি আল্লাহর বান্দা ও
        তার প্রেরিত রাসূল !
                    --------///--------
        
        মোঃ রোকন আহমেদ।  
        ২০ জানুয়ারি ২০২০ ইংরেজি।
        লন্ডন থেকে !