জীবন তো যাবে হেসে-খেলে
এক-দুই করে গেলো চলে।
এই রঙিন দুনিয়াটা -
থাকবে সে দিন পরে,
জীবন তো যাবে হেসে-খেলে !
কেনো টাকা-কেনো বাড়ি
চালায় যতো সব দামি গাড়ি
তা নিয়ে কেনো হয় মারা-মারি !
সব কিছু থাকবে পরে;
দুনিয়া তো যাবে তোমায় ভূলে !
জীবন তো যাবে হেসে-খেলে ।
ভাই বলো বোন বলো
সবাই তো যার, তার,
স্ত্রী বলো পুত্র বলো
সবাই হবে একাকার
দুনিয়াটা নিয়ে কেনো,
করো এতো হাহাকার ?
দুনিয়া তো যাবে তোমায় ভূলে !
জীবন তো যাবে হেসে-খেলে।