.       আরব দেশের জিন্দা বাদশাহ
        মুরদার ঘরে বাস করে,
        কি করে বিশ্ব নবীর অপমান
        ওরা সহ্য করে ?

        কি করে বিশ্ব নবীর অপমান
        ওরা সহ্য করে ?

        মুসলিম ওরা নামে বাদশাহ
        লম্বা তুব,মাথা বেরি পড়ে,
        নবীর অপমানে প্রতিবাদ নেই
        ওরা সাম্রাজ্যবাদ কে ভয় করে!

        কি করে বিশ্ব নবীর অপমান
        ওরা সহ্য করে ?

        তেল,স্বর্ণ দিয়েছে আল্লাহ
        বিশ্ব নবীর সম্মানে,
        মুরশিক নিয়ে ভোগ করছে
        বিশ্ব নবীর আদর্শ ছেঁড়ে !

        কি করে বিশ্ব নবীর অপমান
        ওরা সহ্য করে !

        বিশ্ব নবীর অপমানে দেখে
        উঠলো মুসলিম জেগে,
        সাম্রাজ্যবাদকে লাথি মার
        মোদের আল্লাহ আছেন সাথে !

        কি করে বিশ্ব নবীর অপমান
        ওরা সহ্য করে !

        কোরআন সুন্নাহ জীবন গড়ো
        রেখো মন-বল,
        বিশ্ব নবীর আদর্শে চলি
        এই তো মোদের পন।

        আরব দেশের জিন্দা বাদশাহ
        মুরদার ঘরে বাস করে,
        কি করে বিশ্ব নবীর অপমান
        ওরা সহ্য করে ?

        করে বিশ্ব নবীর অপমান
        ওরা সহ্য করে ?
            -------///-----
        মোঃ রোকন আহমেদ।
        লণ্ডন থেকে।
        ২৭ অক্টোবর ২০২০ ইংরেজি।