সুরা আল মুমিনুন আলোকে রচিত করেছি।
       -----------------------
        মুমিনগণ সফলকাম হয়ে গেছে।
        সুরা আল মুমিন।
        আয়াত ১

        আমরা আল্লাহ ও তার রাসুলগণ
        এবং কিতাব সমুহের উপর
        ঈমান এনেছি।
        অতএব,মহান সৃষ্টিকর্তা আল্লাহর
        মেহের বাণীতে,
        আমরা সফলকাম। 

        যারা নিজেদের নামাযে বিনয় নম্র।
        সুরা আল মুমিন।
        আয়াত ২

        আমরা কত ভাগ্যবান,
        আমরা নামাযের মাধ্যমে
        আল্লাহর নিকটস্থ হবো,
        তখন আমরা বিনয়ী নম্র হয়ে
        আমার সৃষ্টিকর্তা আল্লাহর
        সাক্ষাৎ লাভ করবো।

        যারা অনর্থক কথা বার্তায় নির্লিপ্ত।
        সুরা আল মুমিন।
        আয়াত ৩

        অনর্তক কথাবার্তা বলা সৎ কাজে
        উদাসীনতা করা,
        মুমিণের মুটেই কাম্য নয়,
        আর ভালো কাজে উদাসীনতা
        ও অনর্থক কথা বলা,
        এটা শয়তানের প্রচলন।
        শয়তান মুমিণদের চিরশত্রু।

        যারা যাকাত দান করে।
        সুরা আল মুমিন।
        আয়াত ৪

        অবশ্য আমরা ঋণগ্রস্ত অভাব গ্রস্ত
        ভিক্ষুক,যারা আল্লাহর পথে
        মুসাফির তাদের কে
        যাকাত বন্টন করবো।
        আর আমরা তো মুমিন,
        যাকাত আমাদের ঈমানের স্তম্ভ।
                    ------///-----
        মোঃ রোকন আহমেদ।
        ১৩ নভেম্বর ২০২১ সাল।