.       উপজেলা উসমানী নগর  
        গ্রাম খাদিম পুর--
        কর্ম খুঁজে বিদেশ বাড়ি  ২
        পাইনি গ্রামের সুখ !
        আমরা খাদিম পুরী ২

        খাদিম পুরের আলো বাতাস
        সারা অঙ্গে ভয়---
        বিষ্টি ভিজায়-রোদে শুকায় ২
        আমরা মনে শান্তি পাই !
        আমরা খাদিম পুরী ২

        খাদিম পুরের ধূলি-বালি
        কতো সুখে রাখছে---
        বিদেশ বাড়ির ধূলি-বালি ২
        হেই ফিভার ধরছে !
        আমরা খাদিম পুরী ২

        খাদিম পুরের মেলেটারী খাল
        এখনো মনে আছে ----
        ফলো বাইছি দল বেঁধে ২
        কতো পুরতি করে !
        আমরা খাদিম পুরী ২

        খাদিম পুরের মায়া মমতা
        একে অন্যেয় দেখে----
        এমন মায়া বিদেশ বাড়ি ২
        পাইনি এখন খুঁজে !  
        আমরা খাদিম পুরী ২

        খাদিম পুরের মেড়োয়া হাওর
        কারনা আছে জানা--
        খাইল্লা বিলের বোয়াল মাছের ২
        আজো তৃপ্তি যায়না !
        আমরা খাদিম পুরী ২

        খাদিম পুরে পুরান বাজারে
        কতো,পাংসী নৌকা আয়--
        সখী করে আনা-গোনা ২
        তেজাই মাঝি ছায় !
        আমরা খাদিম পুরী ২

        খাদিম পুরের স্কুল-মাদ্রাসা
        আমরা সবাইর পড়ছি---
        কেহ হইছি হাফিজ,বারেস্টার  ২
        কেহ ডাক্তা,কবি !
        আমরা খাদিম পুরী ২

        খাদিম পুরের ময়-মুরব্বি
        কতো শ্রদ্ধা ভাজন---
        বিদেশ বাড়ি আমরা সবাই ২
        একে অন্যের আপন !
        আমরা খাদিম পুরী ২
            -----///-------
        মোঃ রোকন আহমেদ।
        লণ্ডন থেকে।
        ৭ সেসেপ্টেম্বর ২০১৯সাল।

        আমাদের গ্রামের পিছনে ফেলে আসা স্মৃতি গুলি ও
        বর্তমানে আমার প্রবাস জীবন থেকে লিখেছি।
        এই গীতি কবিতাটি ।