. হে মানুষ ! তুমি জীবন্ত প্রাণী
বিপদে ভয় ভীতি সৃষ্টি হবেই,
এটা তোমার জন্যে।
ভয় ভীতি মানসিক রোগ
যদি তুমি সেরে উঠে দাঁড়াও,
তবে আগামী দিনে তুমি
বেঁচে থাকার শিক্ষা নাও।
মনকে সব কিছু উর্ধে রেখে
বিপদে ভয় ভীতি জয় করো,
এটা অ-দৃশ্য ভুত আর কিছু নয়।