. [ ১ ]
আকাশে উজ্জল রোদ দেখে
তুমি এতো উজ্জীবিত হবেনা।
কারণ !
এই আকাশে মেঘও উড়ে আসে
কখনো যে ভেসে যাবে তুমি,
তার প্রবল ঝড়ে
তা তোমার জানা নেই !
[ ২ ]
সুখী মানুষের চোখের জল
রুমালে বন্দী,
কখনো রুমালটি ভিজেনা
এই শুকনো রুমালটি পড়ে আছে
তার পকেটে।
আর !
দুঃখী মানুষের চোখের জল
অবিরত ঝরে পড়ে,
তার মুখের ত্বক থাকে মলিন
একটু সুখের আশায় !
———///——-
মোঃ রোকন আহমেদ।
মাইল এন্ড [ লন্ডন থেকে ]
তাং ১৭/১১/২০১৮ ইরেজী।