.   তোমার কলমে গল্প আমি
    আমায় নিয়ে লেখো,
    আমার গল্প লিখতে গেলে
    আমাকে প্রথম জানো !

    গল্প আমি,লেখক তুমি
    লেখতে তুমি থাকো,
    তোমার লেখা পাঠক পড়ে
    সত্য যেনে লেখো!

    কবি তুমি,নবীন আমি
    তোমার লেখা পড়ি,
    তোমায় থেকে শিক্ষা নিয়ে
    অনেক কিছু শিখি!
        ------///---
    মোঃ রোকন আহমেদ।
    ৯ মার্চ ২০২২ সাল।