আমি জন্মেছি বাচতে তাই।
আমি নিরঅক্ষর হতে চাই না,
আমি অক্ষর জ্ঞান নিতে চাই !
তোমাদের মতো সমাজে-
দাঁড়িয়ে উঠিতে চাই !
আমি জন্মেছি বাচতে চাই।
আমি উছ্রিঙ্খল হতে চাই না,
আমি দরিদ্রতার আর -
অবহেলায় বেচে আছি !
আমি স্হান হীন কর্ম হীন টোকাই,
ফুটপাতে কাগজ কুঁড়ে উঠাই !
আমি কেনো হবো মানব -
জাতির অভিশাপ ?
অনাহারে সারাটা দিন
খাদ্য-সন্ধানে পথে পথে ঘুরাই !
আমি টোকাই তোমাদের
মতো বাচতে চাই ।