. বিশ্বাসে করে ভালোবাসা
মনে বাঁধে বড় আশা।
যদি বিশ্বাস ধরে রাখে
খুঁজবে তারে সবার আগে !
বিশ্বাসে আসে নামের মান
আবার এই বিশ্বাসে
মানুষ হয় অপমান।
যদি বিশ্বাস ভঙ্গ করে
সর্বজনে নিন্দে তারে।
আসলে বিশ্বাস বড় অদ্ভুত
তবুও বিশ্বাস মানুষকে
করতে হয় !