.       এই দিন যদি আজ আসে
        মন কেন আগমী দিনের
        অপেক্ষায় থাকে ?

        আজ যা তুমি পাবে
        আগামী দিন হয় তো
        সব হারিয়ে যাবে !

        করনা তোমার সময় ক্ষয়
        প্রতিটি নিশ্বাস তোমার
        গুনে,গুনে লয় !

        একে একে প্রহর গুলি দেখেছ
        তুমি এতো আকৃষ্ট হলে,
        তাতে কি পেয়েছ ?

        তুমি কেন এমন বেকুব হলে
        ধরে রেখেছ কি,
        তোমার সময় টাকে ?
        না,সব হারিয়ে গেছে-
        প্রহর দেখে দেখে !

        ওরে মূর্খ ওরে ‌অবুজ মন
        আর কি তোমার বেলা রয় !

        যত টুকু করেছ কর্ম
        তাতে কি বুঝেতে পেরেছ
        এই সময়ের মর্ম ?

        দিন হয় তো,চলে গেছে
        কখনো অবহেলায়,
        কখনো হাসি খেলায় !

        তোমার বাকি টুকু দিন
        আর রেখনা বিষাধে ডুবে,
        কেন আজ তুমি গভীর -
        নিদ্রায় আছো মরে ?
               ———///—-
        মোঃ রোকন আহমেদ।
        মাইল এন্ড ( লন্ডন )থেকে।
        তাং ০১/১১/২০১৮ইংরেজী।