আমরা এই চার বন্ধু ছোট বেলা থেকে এক সাথে চলা ফেরা
করে এসেছি! কিন্তু আমার প্রীয় বন্ধু সোনা আলী গত তিন/চার বৎসর হলো,সে পৃথিবীর মায়া ছেড়ে পরকাল জগতে পরলো গমন করেছে।আর আমরা বাকি তিনজন বন্ধু লণ্ডন শহরে বসবাস করতেছি। এই কবিতাটি সোনা আলীর সন্মণে লিখেছি।


.       চারটি ছেলে দুষ্টু ছিল
        গ্রামের সবাই জানে,
        নাম তাদের আবুল,সোনা আলী
        আজিজুর ও রোকন ছিল সাথে !

        ছোট বেলায় দেয় স্কুল ফাঁকি
        খেলায় বসায় মন,
        দিন দুপুরে খেলার মাঠে
        হাডুডু খেলাতে,আবুল করে আমন্ত্রণ !

        খেলা শেষে ক্ষুধার জ্বালায়
        পুরান বাজারে হাটে,
        আজিজুর বলে ঐ যে দেখো
        কটাই আলাই, জিলাপি তৈরী করে !

        সোনা আলী বলে চাঁদা দাও
        আটআনা পয়সা করে,
        চারজন মিলে দুই টাকা হবে
        জিলাপি খাবো বসে !

        গ্রামের উত্তর দিকে তেঁতুল গাছ
        পাতায় পাতায় তেঁতুল,
        বিকেল বেলায় আমরা সবাই
        গাছের নিচে হই জোড় !

        সোনা আলী উঠলো তেঁতুল গাছে
        তেঁতুল সংগ্রহ করে,
        রোকন হঠাৎ ঢিল মেরেছে
        কুটনী বুড়ি চালে !  

        ঢিলের শব্দ শুনে বুড়ি
        উঠলো এবার রেগে,
        বাঁশে কুটা নিয়ে বুড়ি
        গাছের ডালে মারে !

        ভয় পেয়েছে সোনা আলী এখন
        লাফ দিয়ে পড়েছে  নিচে,
        তেঁতুল নিয়ে ওরা সবাই
        খেলার মাঠে দৌড়ে !

        এমনই করে দিন যে গেলো
        কারো মনে নেই দুঃখ, বিভেদ রেশ,
        সন্ধ্যা বেলায় বাড়িতে ফিরে
        দিন যে গেলো তাদের বেশ !
           --------///------
        মোঃ রোকন আহমেদ।
        ২৯ জানুয়ারী ২০২১ সাল।