.       জীবন আজ অতিষ্ঠ
        ডানে,বামে,পিছনে,সম্মুখে
        চার পাশে শুধু দুর্গন্ধ।

        সমাজ আজ কেন
         এতো দূষিত ?

        তার মুখে ভালো কথা নয়
        মুখ থেকে আসে দুর্গন্ধ।

        যে কাজ করে,তার কাজে
        আছে দুর্গন্ধ।

        অলিতে গলিতে হাটে -
        বাজারে খাদ্য দ্রব্যেয়
        ভীষণ দুর্গন্ধ !

        দুর্গন্ধ দুর্গন্ধ !
        এ এক মহা বিপর্যয়ে
        সমাজ আজ অনিষ্ট
        শুধু দুর্গন্ধ !

        সন্ত্রাসীর অস্ত্রের দাপটে
        চাঁদাবাজি ও খুনের দুর্গন্ধ।
   
        দুর্গন্ধ দুর্গন্ধ।
        ক্ষুধার আর্তনাদে
        ভিক্ষুকে মুখে দুর্গন্ধ

       পুঁজিবাদী পকেটে
        টাকার দুর্গন্ধ !
     
        দুর্গন্ধ দুর্গন্ধ !
        পুলিশের পবিত্র পোশাকে
        ঘুষের টাকার দুর্গন্ধ।

        দুর্গন্ধ দুর্গন্ধ !
        দূর্নীতি কোথায় খুঁজবে ?
        দুদক কার্যালয়ে দুর্গন্ধ !
      
        আদালতে বিচার চাহিবে ?
        বিচারকের বিবেকহীন মস্তিষ্কে
        শুধুই দুর্গন্ধ।

        দুর্গন্ধ দুর্গন্ধ !
        সমাজের প্রতিটি স্তরে
        শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ।
            -------///--------
        মোঃ রোকন আহমেদ।
        লণ্ডন থেকে।
        ৮ জানুয়ারী ২০২১ সাল।