.       ঐ শুনো যে,আযানে ধ্বনি
        মুয়াজ্জিনে কষ্টে।
        ঐ মিনারে আযান হলো
        আয়রে মুমিন মসজিদে।

        ঐ রজনীতে তারা জলসা
        আঁধার গেল কেঁটে,
        বনের পাখি,তরুলতায়
        আল্লাহ জিকির করে।

        ঐ শুনো যে,আযানে ধ্বনি
        মুয়াজ্জিনে কষ্টে।

        উঠলো জেগে মুমিন যারা
        শীতল পানির অজু করে,
        বেহেস্তের খুশবু পেয়ে
        যায়রে মুমিন মসজিদে।

        ঐ শুনো যে,আযান ধ্বনি
        মুয়াজ্জিনের কষ্টে।

        তাহিয়াতুল অজু,দুখুলুল মসজিদ
        সুন্নাহ নামাজ পড়ো,
        সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
        নবীর শানে দুরুদ পাঠ করো।

        ঐ শুনো যে,আযানে ধ্বনি
        মুয়াজ্জিনে কষ্টে।

        ফজরে নামাজে মসজিদে যায়
        আল্লাহ তালার সাক্ষাতে,
        বেহেস্তে চাবি চাহে
        সিজদায় পড়ে লুটে।

        ঐ শুনো যে,আযানে ধ্বনি
        মুয়াজ্জিনে কষ্টে।
        ঐ মিনারে আযান হলো
        আয়রে মুমিন মসজিদে।
               -------///------

        মোঃ রোকন আহমেদ।
        ৮ ফেব্রুয়ারি ২০২১ সাল।