. ভুল হবে,ভুল হবে
ভুল হবে ভাই,
যে ভুলে করেছে অপদস্ত,
সে ভুলের ক্ষমা নাই।
সরল পথ ছেড়ে কেন ?
ভুল পথে চলো,
আলো দেখে কেন তুমি ?
আঁধারে ডুবে মর,
যে পথে চলো তুমি,
সে পথে শয়তানের আনাগোনা,
মানুষকে করে লাঞ্ছিত,তবুও কেন ?
শয়তানের পিছু ছেড়ে যাওনা।
মানুষের সনে মানুষের প্রেম
মানুষেই করে কামনা,
শয়তান তোমার চিরশত্রু
তাকে করো ঘৃণা।
-----///-----
মোঃ রোকন আহমেদ।
১৬ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ।