.       মাটির মানুষ,মাটির তুমি
        মাটির গর্তে বাড়ি,
        পরাণ পাখি উড়ে গেলে
        ওতোর কবর দির্ঘ স্হায়ী !
        ওমন বুঝলেনারে !

        আতীয় সজন সংসার যতো
        এই দুনিয়ার প্রীতি,
        তুমি মরলে সবাই কাঁদবে
        কবরে রেখে যায় ভুলি !
        ওমন বুঝলিনারে !

        অন্ধকার কবরে ওতোর
        আছে সাপ বিচ্ছু,
        কোরআন সোন্নাহ আমল নিলে
        পাবে শান্তি টুকু !
        ওমন বুঝলেনারে !

        ঈমান নিয়ে অঠল থেকো
        আছেন কেরামন কাতেবিন,
        তোমার জীবনের ভালো মনন্দ
        করতেছে ডায়েরি !
        ওমন বুঝলিনারে !

        ছোয়াল জবাব কবরতে
        করবে দুই ফেরেস্তা,
        আল্লাহ,নবীর,দিনে কথা
        করবে জিজ্ঞাসা !
        ওমন বুঝলেনারে !
            
        কোথায় আছি কোথায় যাবো
        কার অপেক্ষায় আছি,
        আমল নামা সব হারিয়ে
        আল্লাহ আল্লাহ ডাকি !
        ওমন বুঝলেনারে !

       মাটির মানুষ,মাটির তুমি
        মাটির গর্তে বাড়ি,
        পরাণ পাখি উড়ে গেলে
        ওতোর কবর দির্ঘ স্হায়ী !
        ওমন বুঝলেনারে !
        ---------///-----
        মোঃ রোকন আহমেদ।
        লডন থেকে।
        ৩ জুলাই ২০১৯ ইংরেজী