.       ডানা মেলে উড়ে পাখি
        নীলিমার প্রাণে,
        ঘুড়ি এখন উড়ে গেল
        নাটাই মোর হাতে।

        ঐ তরীর পাল তুলে
        ভরা নদীর বুকে,
        গান ধরে মাঝি ভাই
        যাবে ভাটির দেশে।

        গরু গুলি দল বেঁধে
        গাস খায় মাঠে,
        রাখাল এবার বাজায় বাঁশি
        হিজল তলায় বসে।

        ঝিল মিল ঝিল মিল
        পড়ে রোদ গাঁয়,
        উঠানেতে ধান শুকাও
        সখী তোরা আয়।

        দল বেঁধে জেলে গেছে
        মেড়োয়ার হাওরে,
        মাছ ধরে নিয়ে এলো
        গৃহীণিকে খুঁজে।

        দিন আজ চলে গেল
        গোধূলি সন্ধ্যায়,
        গরু সাথে রাখাল ফিরে
        খুরে ধূঁলো উড়ে গায়।
          ————///———-

        মোঃ রোকন আহমেদ।
         মাইল এন্ড ( লন্ডন )
         তাং ২২/১১/২০১৮ ইংরেজী।