. মানুষ বাঁচে কত দিন
এই সুন্দর পৃথিবীতে।
এতো সুখ,এতো প্রেম
সুখে দুঃখে আছে জীবন,
সবই তো রেখে যাবে স্মৃতি।
মানুষ বাঁচে কত দিন
এই সুন্দর পৃথিবীতে।
যদি আসে বুঝে নাও
মানুষ গুলি চিনে নাও,
সবই হবে জার তার
তুমি হবে একাকার।
মানুষ বাঁচে কত দিন
এই সুন্দর পৃথিবীতে।
কেন করো অধিক আশা,
সবই আজ তোমার নিরাশা
যাবে ফেলে এক দিন।
মানুষ বাঁচে কত দিন
এই সুন্দর পৃথিবীতে।
সুখ বিলাস অভিসারে
মানুষ আছে বিনোদনে,
সবই দেখি আজ পরিহাস।
মানুষ বাঁচে কত দিন
এই সুন্দর পৃথিবীতে।
কেন আজ বসে আছো
এই ধোঁয়াশায় ভাব ধরে,
সবই তোমার পড়েরবে
এই নিয়তির দ্বারে।
মানুষ বাঁচে কত দিন
এই সুন্দর পৃথিবীতে।
————///—
মোঃ রোকন আহমেদ।
মাইল এন্ড ( লন্ডন থেকে )
তাং ২০/১০/২০১৮ ইংরেজী।