.       ইচ্ছে হয়,কিছু কথা বলার
        কিন্তু,খুজে পাইনি মানুষ
        কথা শোনার !

        ইচ্ছে হয়,দীর্ঘ পথ চলার
        কিন্তু,জানা নেই এ পথের;
        সমাপ্তি কোথায় !

        ইচ্ছে হয়,নিল আকাশকে
        মুক্ত মনে প্রাণ খুঁলে দেখার,
        কিন্তু,বিশ্বাস নেই মেঘের
        কখন যে আকাশকে
        করে দেয় অন্ধকার !

        ইচ্ছে হয়,দু'বেলা ভাত পেট ভরে
        খেয়ে বেঁচে থাকার,
        কিন্তু,দারিদ্রতা বেষ্টনী এতো তীব্রতা
        বস্তিতে জীবন বড় অসহায় !

        ইচ্ছে হয়,নির্ভয়ে এই বস্তিতে
        গভীর নিদ্রায় পড়ার,
        কিন্তু,মনে ভয় কখন যে
        আগুনে পুড়ে মারে
        জীবন হবে ছারকার !

        ইচ্ছে হয়,এজিদের গুষ্টিকে ধরে ফেলতে
        কিন্তু,ধরতে পারিনি হতে পারে
        তার নেতা,না হয় বাবা,পুত্র
        এটাই সত্য,সত্যকে মারে চাঁপা !

        ইচ্ছে হয়,আগুন নিবে ফেলতে
        কিন্তু,মানুষ ভয়ভীতির নিশ্চুপ,
        বল,এটা সত্য,কে দেয় আগুন
        মানুষ চায় জানতে,
        এটা মানুষেের অধিকার !

        ইচ্ছে হয়,বার বার কবিতা লিখার
        কিন্তু,কে শোনে কার কবিতা,
        মানুষের সব কিছু গেছে পুড়ে
        মানুষ করে হাহাকার !
            ***///***

        মাইল এন্ড ( লণ্ডন থেকে)
        ৪ এপ্রিল ২০১৯ ইংরেজী !